নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা।
সোমবার (২৩মে) বিকেলে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা বলেন, রাজশাহীর মহানগর বিএনপি আহবায়ক আবু সাঈদ চান মিয়া একজন দেশদ্রোহী। তিনি প্রকাশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দেশকে পাকিস্তানী রাষ্ট্র বানাতে চেয়েছেন। রাষ্ট্রদ্রোহী বিএনপি নেতা আবু সাঈদ চান মিয়ার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ রাজপথে আন্দোলন চালিয়ে যাব।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে, এছাড়া হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার সর্বোচ্চ শাস্তি দাবি করে তিনি আরো বলেন, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, মো. শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, মো.মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সকল সহযোগী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply