খুন হওয়ার অভিযোগ উঠেছেএঘটনায় অভিযুক্ত বারহাট্টা কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা এটিএম নাজমুস সাকলাইন অপুকে তার শ্বশুর আব্দুল জব্বারকে খুনের অভিযোগে আসামী করে নেত্রকোণা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তার চাচা শ্বশুর মোঃ আবদুল খালেক।
অভিযোগসূত্রে জানা যায়, ১২ বছর আগে সাবিকুন্নাহার সুইটি ও নাজমুস সাকলাইন অপুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায়শই সুইটিকে মারধোর করতো অপু। একপর্যায়ে ১৯ মে রাতে অপু তার বাসায় ঘুমন্ত অবস্থায় শ্বশুর আবদুল জব্ববারের মাথাায় মসলা বাটা শিল দিয়ে সজোরে আঘাত করে।
শ্বাশুরী হামিদা খাতুন ও স্ত্রী সুইটিকে আঘাত করে। পরে আশেপাশের লোকজন তাদের ডাকচিৎকারে এসে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার গুরুতর অবস্থায়
আহত আবদুল জব্বারসহ অন্যান্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে আব্দুল জব্বারকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ডাক্তার পরামর্শ দেয়।
রোগীর স্বজনরা তাৎক্ষণিকভাবে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে সোমবার (২২মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আহত আব্দুল জব্বার মারা যান।
এব্যাপারে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতফুল ব্রেকিং নিউজ ডট কমকে সোমবার সন্ধ্যায় জানান, নিহতের লাশ ঢাকা থেকে নেত্রকোণায় নিয়ে আসছে স্বজনরা।
নেত্রকোণা সদর হাসপাতালে সুরতহাল প্রতিবেদন তৈরী করার প্রস্তুতি চলছে, এবিষয়ে নেত্রকোণা মডেল থানায় ৩০২ ধারায় মামলা দায়ের হয়েছে।
Leave a Reply