নেত্রকোনার মদন পৌরসভার বাটি মনোয়ার পুর গ্রামে এরশাদ মিয়া (৩০) নামের এক যুবক ঘরের আড়াঁর সঙ্গে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
২০মে, রোজ শনিবার আনুমানিক সময় সকাল ৮ টার দিকে নিজ ঘরের আড়াঁর সাথে ফাঁসি দিয়ে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
নিহত এরশাদ মিয়া বাটি মনোয়ারপুর গ্রামের সুরুজ্জামান এর ছেলে। এরশাদ মিয়া দীর্ঘদিন ওমান প্রবাস জীবন কাটিয়ে, নিজ গ্রামে এসেছিলেন ৫ বছর পূর্বে, তার মৃত্যুর বিষয়টা নিয়ে এলাকার লোকজন অনেকে মনে প্রশ্ন জাগে, তার মৃত্যুর বিষয়টা রহস্যজনক মনে হচ্ছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে জানান,নিজ ঘরের আড়াঁর সঙ্গে গলায় ফাঁসি দিয়ে, এরশাদ নামের এক যুবক আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনার সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
থানায় একটি অপমৃত্য মামলা হবে, পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
Leave a Reply