সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

রাস্তা নয় যেন মরণ ফাঁদ সংস্কারের অভাবে চলাচলে জনদুর্ভোগ

দৈনিক নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০৮ পঠিত

নেত্রকোনা সদর পৌরসভার ১নং ওয়ার্ডের সাতপাই রেল ক্রসিং এলাকা থেকে কুমড়ী বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার অবস্থা খানাখন্দে ভরা।

এই সড়কটি নেত্রকোনা টু পূর্বধলা উপজেলার প্রধান বাইপাস সড়ক। রাস্তাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর খানাখন্দ পেরিয়ে প্রতিদিন চরম দুর্ভোগ আর জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে শতশত ছোট বড় যানবাহন, নেত্রকোনা- পূর্বধলা উপজেলার হাজার হাজার মানুষ যাতায়াত করে আসছে। রাস্তাটিতে খানাখন্দের কারণে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনের অবস্থা আরও ভয়াবহ।

রাস্তা দিয়ে যাতায়াতকারী দুর্ভোগে পড়া মানুষের অভিযোগ, সঠিকভাবে কাজ না করার কারণে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে রাস্তাটি আগের চেয়ে আরও বেহাল অবস্থা হয়ে গেছে সড়কটিতে এই বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

এই রাস্তাটি দিয়ে প্রতিদিন নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা পলিটেকনিকেল স্কুল এন্ড কলেজ, নেত্রকোনা সরাকারি মহিলা কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই পথ দিয়ে স্কুল কলেজে যাওয়া আসা করছেন। সড়কটি সাধারণ মানুষের কাছে অতি গুরুত্বপূর্ণ হলেও পৌর কর্তৃপক্ষ সড়কটি স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এখনো

সরেজমিনে এই সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষজন ও যানবাহন চালকদের সাথে কথা বললে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এক সিএনজি চালক বলেন: রেল ক্রসিংয়ের এই সড়ক দিয়ে প্রতিদিন জেলা শহর থেকে যাত্রী নিয়ে এই উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করি, রাস্তাটির বিভিন্ন জায়গায় বড়বড় গর্তের সৃষ্টি হওয়ায় অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। মাঝে মধ্যে গর্তের মধ্যে গাড়ির চাকা পড়ে উল্টে যায়। অনেক দিন ধরে রাস্তাটির এই বেহাল অবস্থা দেখে আসছি,কিন্ত স্থায়ী ভাবে মেরামতের কোনো বন্দোবস্ত করছেন না পৌর কতৃপক্ষ।

রেল ক্রসিং এলাকার মো. হোসেন আলী বলেন, এই রাস্তার সঠিক ভাবে কাজ হচ্ছে না। কিছু দিন আগে রাস্তার খানাখন্দের মধ্যে ইট, বালু ফেলে কিছুটা মেরামত করেছিল। কিন্ত রাস্তাটির স্থায়ীভাবে কাজ না করার কারণে, গাড়ি চাকায় পৃষ্ঠ হয়ে আবার খানাখন্দে ভরে গেছে।

তিনি আরও বলেন, এই রাস্তাটিকে বাইপাস হাইওয়ে রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে। পূর্বধলা উপজেলার মহাসড়কের বড় বড় ট্রাক গাড়ি গুলো এই রুটে যাতায়াত করে। সে কারণে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।

সাতপাই এলাকার মোয়াজ্জেম হোসেন জানান, লক্ষ লক্ষ লাখ টাকা ব্যয়ের রাস্তা এই, সেগুলো পানিতে পড়েছে। কোনো কাজেই আসেনি এই টাকা। এই রাস্তাটি স্থায়ীভাবে নির্মাণ না করায় কয়েকটি উপজেলার মানুষের দুর্ভোগের সীমা নেই।

একটি স্কুলের মিনি বাস চালক স্বপন মিয়া জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটি আর সড়ক থাকে না।

পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। পানির নিচে বড় বড় গর্ত হয়ে উঠে ঝুঁকিপূর্ণ। তখন শিক্ষার্থীদের নিয়ে এই রাস্তা দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হয়। কোনো কোনো সময় শিক্ষার্থী নিয়ে বাস উল্টে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামত করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বলে তিনি মনে করেন।

নেত্রকোনা সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী ও স্কুলের শিক্ষার্থীরা জানান, স্কুলের বাস বা অন্য যানবাহনে করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা-চোরা সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া সামান্য একটু বৃষ্টি হলে রাস্তায় পানিতে ভরপুর থাকে। গর্তে বাসের চাকা পড়লে তাদের মনে হয় এই বুঝি বাসটি উল্টে পড়ে গেল। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা।

নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান রাস্তাটির অবস্থা একেবারেই নাজুক স্বীকার করে বলেন, এই রাস্তাটিতে স্থায়ীভাবে কাজ করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ছোট বাজেটে এতো বড় কাজ সম্ভব নয়।

তিনি বলেন, সম্প্রতিকালে এই রাস্তায় কাজ হয়েছিল তা কোনো কাজেই আসেনি। সে জন্য পরিকল্পনা করেই রাস্তাটির কাজ হাতে নেওয়া হবে।

কতদিনের মধ্যে এই রাস্তাটির স্থায়ী কাজ করবেন বলে মনে করছেন, এমন প্রশ্নের উত্তরে মেয়র বলেন, খুব দ্রুত এই রাস্তাটির কাজ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News