নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কালিহালা গ্রামের মোঃ ইদ্রিস আলী (৩৫) গংদের বিরুদ্ধে মারামারির অভিযোগ উঠেছে।
কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা গ্রামের মৃত মীর হোসেনের পুত্র মোঃ সোলেমান (৪৫) এর পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি নিয়া পূর্ব হতেই বিরোধসহ মোকদ্দমা চলিয়া আসিতেছিল একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলী গংদের সাথে।
তারই জের ধরে গত শুক্রবার সকাল নয়টায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইদ্রিস আলীগংরা বেআইনিভাবে বিরোধকৃত জমিতে প্রবেশ করিয়া ঘর উত্তোলন করিতে দেখে বাধা দিলে আসামীরা গুরুতর জখম করে বাদী সোলেমানসহ ৯ জনকে। পরে স্থানীয়রা জখমীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে।
এদের মধ্যে দুজন মহিলা রেজিয়া খাতুন ও নুরন্নাহার এর গুরুতর অবস্থা দেখে স্থানীয় হাসপাতাল কতৃপক্ষ ময়মনসিংহ মেডিকেলে রেফার্ট করা হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
উল্লেখ্য যে, গত ১লা এপ্রিল দিবাগত রাতে এই ইদ্রিস আলীগংরাই সোলেমানের বসত ভিটায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সেই আগুন দেয়ার ঘটনা বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়।
কলমাকান্দা থানা পুলিশ সুত্রে জানা যায়: এ বিষয়ে কলমাকান্দা থানায় সোলেমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বিবাদী ইদ্রিস আলীসহ ১১জনকে আসামী করে। যার মামলা নং ১৫। পুলিশ জানায়,আমরা তৎপর আছি, একজনকে গ্রেফতার করে কৌটে প্রেরন করেছি।
Leave a Reply