নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ক্যাশলেস ভুমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে জেলার ভুমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন ভুমি মন্ত্রনালয়ের সচিব মো: খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ভুমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্খ শেখর ভৌমিক, ভুমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন পনির, ভুমি মন্ত্রনালয়ের উপ-সচিব সেলিম আহমদ প্রমুখ।
কর্মশালায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।
Leave a Reply