নেত্রকোনার আটপাড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা (তথ্যআপা) পরিচালিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার তথ্যকেন্দ্র আটপাড়ার ২নং শুনই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোগাপাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও ৭টি ইউনিয়নে তথ্যকেন্দ্রের মাঠ পর্যায়ের কাজ চলমান আছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
সৈয়দ শাকুর আহমদ, ২নং শুনই ইউনিয়নের চেয়ারম্যান মো. রোকন উজ্জামান,
তথ্যসেবা কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি, উপসহকারী মুরাদ হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, তথ্য সেবা সহকারী শাহীনা আরজু, ও সুফিয়া আক্তার প্রমুখ।বৈঠকে উপস্থিত ৫০ জন নারীর সেবাগ্রহীতাদের মধ্যে ১০০ টাকা করে সম্মানীভাতা দেয়া হয়।
তথ্যসেবা কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি বলেন
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আটপাড়ার ৭টি ইউনিয়নে কৃষি, শিক্ষা, ব্যবসা স্বাস্থ্য, সহ প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য।
Leave a Reply