মাদারীপুরের শিবচর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসরুমে গিয়ে জুতাপেটার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো.হাফিজুর রহমানের বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রিয়াজউদ্দিন মাদবর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয় ছুটির কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা ওপরতলা থেকে নিচে নামেন। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান শিক্ষার্থীদের লক্ষ্য করে তার পায়ে থাকা জুতা নিক্ষেপ করেন। ভয় পেয়ে শিক্ষার্থীরা দৌঁড়ে ক্লাস রুমে চলে যায়। এরপর হাফিজুর রহমান ক্লাস রুমে গিয়ে কয়েকজন শিক্ষার্থীকে পর্যাক্রমে ডেকে নিয়ে জুতা দিয়ে পেটাতে শুরু করেন।
এই ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম গিয়াস মাতুব্বর ফোনে বলেন, প্রধান শিক্ষক তার ছাত্রদের জুতা দিয়ে পিটাতে পারেন না। এখন আমরা এক জায়গায় বসি, তারপর প্রয়োজনে মুচলেকা নেবো, যেনো তিনি আর কোনোদিন এই ধরনের কাজ না করেন সে বিষয়ে। যদি করেন তাহলে তাকেব চাকরি থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেবো।
এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. হাফিজুর রহমানকে ফোন দিয়ে জানতে চাইলে, তিনি ঘটনার অস্বীকার করেন।
শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম বলেন, এখনো কোনো অভিযোগ পায়নি। ঘটনাটি আমি শুনেছি সন্ধ্যায়। একজন সাংবাদিক জানিয়েছেন। একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আগামীকাল স্কুলে গিয়ে তদন্ত করার জন্য বলেছি। যদি ঘটনার সত্যতা মেলে তাহলে অবশ্যই আমরা বিভাগীয় ব্যবস্থা নেবো।
Leave a Reply