মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিমেষ রায় (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অনিমেষ ওই গ্রামের অকিল রায়ের ছেলে এবং হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
অনিমেষের চাচা নিখিল রায় জানান, জ্বরে আক্রান্ত অনিমেষ ঘরেই ছিল। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখে, অনিমেষ মেঝেতে পড়ে আছে। তার হাতে পোড়া দাগ দেখে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
Leave a Reply