অঞ্জনা খান মজলিশ। যিনি মাত্র কিছুদিন আগে নেত্রকোনায় জেলা প্রশাসকের(ডিসি) দায়িত্বভার গ্রহণ করেছেন। খুব কঠিন সময়েও মাত্র কিছুদিনে যিনি কর্মদক্ষতা দিয়ে মন জয় করেছেন রিকশাওয়ালা, শ্রমিক, ব্যবসায়ী, সুশীল সমাজসহ সব শ্রেণি পেশার মানুষের।
নিম্ন শ্রেণির মানুষের প্রতি যার ভালবাসা রয়েছে আগাধ।তার সহযোগীতায় অসহায়, কর্মহীন ও হতদরিদ্রদের কাছে পৌঁচ্ছাছে আর্থিকসহ সবধরনের সহযোগীতা। এরমধ্যে রিকশাচালক, ভ্যানচালক, সেলুন কর্মী, সংস্কৃতি কর্মীসহ হাজারো জনসাধারণকে দেয়া হয়েছে সরকারি সহায়তা। তাদেরই একজন (আব্দুর রহমান ছদ্মনাম)।
রবিবার জেলা প্রশাসক অফিসিয়াল একটি ফাইলে কাজ করছেন। এরই মধ্যে তার মোবাইলে অপরিচিত একটি নাম্বার থেকে কল আসে। জেলা প্রশাসক কল রিসিভ করলেন। কলদাতা লোকটি বলেন, আমি রিকশা চালাই। আমি এখনো সরকারি কোনো সুযোগ সুবিধা পাইনি।
জেলা প্রশাসক বললেন, আপনি এখন কোথায় আছেন? আপনি কি ডিসি অফিস আসতে পারবেন? কলদাতা বলল, না আমি দূরে আছি। জেলা প্রশাসক বললেন, তাহলে আপনি কোন উপজেলায় আছেন, আমি ইউএনও কে বলে দিচ্ছি আপনি সেখানে যান সাহায্য পাবেন। লোকটি বলল আমি এতোদূর যেতে পারবো না। ইউনিয়নে পাঠাতে পারলে ভালো হয়। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক তার নাম ঠিকানা বিকাশ নাম্বার এবং এনআইডি নাম্বার একটি কাগজে লিখে নিয়ে তার লোক দিয়ে টাকা বিকাশ করালেন। একজন জেলা প্রশাসকের এমন উদারতায় আপ্লুত হয়ে যান ওই ব্যক্তি।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বর্তমান সরকার কঠিন সময়ে সাধারণ মানুষদের সঙ্গে রয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেয়া হচ্ছে আর্থিকসহ সবধরনের সহযোগীতা। এর ধারাবাহিকতায় আমি সব শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে নেত্রকোনাকে একটি অনন্য জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তাই সাধারণ মানুষের দূঃসময়ে সবাইকে সাথে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নেত্রকোনায় যোগদানের পর থেকেই নেত্রকোনার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জেলা প্রশাসনের একজন সর্বোচ্চ কর্মকর্তা হয়েও তিনি দিনরাত মাঠে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে নেত্রকোনাবাসীর কাছে তিনি একজন মানবিক জেলা প্রশাসক হিসেবে স্থান করে নিয়েছেন।
নেত্রকোনায় যোগদানের পর থেকেই বিভিন্ন কর্মকান্ড সম্পাদন করে প্রশংসিত হয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।
গরীব ও অসহায়দের বিভিন্ন বক্তব্য শুনে তিনি তাৎক্ষণিক নিয়েছেন ব্যবস্থা, আবার শীত মৌসুমের শুরুতেই গরীব ও অসহায়দের কষ্টের কথা শুনে রাত বিরাতে তিনি ছুটে গিয়েছেন জেলার বিভিন্ন দুর্গম পাড়ায় আর অসহায়দের বিতরণ করেছে শীতবস্ত্র।
নেত্রকোনা জেলা প্রশাসনের সুত্রে জানা যায়, কিছুদিন আগে সারাদিন অফিসের কাজ শেষ করে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ছুটে যান বিভিন্ন এলাকার গরীব ও অসহায়দের খবর নিতে। একদিনে বিভিন্ন পাড়া ঘুরে জেলা প্রশাসক বিতরণ করেছেন অনেককিছুই। এসময় তিনি শিশু থেকে শুরু করে বয়স্ক নারীদের খবর নেন এবং সকলকে করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণ করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এদিকে শীতে কষ্ট পাওয়া এসব গরীব ও অসহায়রা জেলা প্রশাসকের হাত থেকে পাওয়া এই শীতবস্ত্র পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বলেন,পূর্বে কোন জেলা প্রশাসক এভাবে আমাদের বাড়ী বাড়ী এসে আমাদের খবর নেয়নি, এই জেলা প্রশাসক শুধু একজন প্রশাসকই নন, একজন মানবিক কর্মকর্তা।
একজন রিক্সাচালক বলেন, বর্তমান জেলা প্রশাসক আমাদের চেয়ে ইউনিয়নের বিভিন্ন বাসিন্দাদের আরো ভালো ভাবে চেনেন, আর তাই তাদের দু:খে তিনি ছুটে যান তাদের পাশে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নেত্রকোনায় স্মৃতি হয়ে থাকবেন সকল আমজনতার হৃদয়ে।
Leave a Reply