নেত্রকোনা প্রতিনিধি:আজ (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন।
নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।
আজ সারা দেশের ন্যায় নেত্রকোনায় দিনব্যাপী নানান আয়জনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জেলা ছাত্রদল। সকালে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারুয়ার আলম এলিন,ও সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী।
বেলা ১১ টায় নেত্রকোনা পুরাতন কালেক্টরেট মাঠ থেকে সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীর নের্তত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার এসে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।পরে দুপুরে দলীয় কার্যলয়ে স্বেচ্ছায় রক্তদান কার্মসূচির আয়োজন করে দলটি।
Leave a Reply