নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মামুন খন্দকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা টেনিস ক্লাবের সাধারন সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী প্রমুখ।
Leave a Reply