আসছে আগামী ২৯ মে ২০২৪ ইং রোজ বুধবার নেত্রকোনা মদন উপজেলা নির্বাচনে ভোটারদের প্রথম পছন্দের তালিকায় এগিয়ে আছেন সৎ , শিক্ষিত ও জনদরদী নেতা মমতাজ হুসেন চৌধুরী যিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে লড়ছেন তৃনমুলের নির্বাচনে ।
মদনের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়,চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এবারের নির্বাচনে নতুন মুখের সন্ধানে নতুন এবং পুরাতন ভোটারেরা। তরুন ভোটারদের প্রথম ভোট তাদের পছন্দের প্রার্থীকে দিতে চায়, আর এবার তারা বেছে নিয়েছে তাদের পছন্দের প্রার্থী মমতাজ চৌধুরী কে।
পুরাতন ভোটারের মধ্যে অধিকাংশ তাদের মত দিয়েছে মমতাজ চৌধুরী’র পক্ষে।’ অনেকের সাথেই কথা বলে জানা যায়, তারা এবার নতুন মুখের সন্ধানে, ভোটের আগে আমরা অনেকের অনেক কিছু শুনি, কিন্ত ভোটের পরে আর খবর থাকে না, তাই আমরা এবার নতুন মুখ চাই এবং আমাদের অতি পরিচিত একজন সাদা মনের মানুষ এলাকার গরীব দুঃখী মানুষের জন্য যিনি সদা সর্বদা কাজ করে থাকেন, যাকে ডাক দিলেই পাশে পাওয়া যায় আমাদের প্রিয় মানুষ মমতাজ চৌধুরী কে চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে অধিকাংশের মত। উল্লেখ্য মমতাজ চৌধুরী দীর্ঘ দুই দশক যাবত জাতীয় সংসদ নির্বাচনে এম পি পদে নির্বাচনের জন্য এলাকায় কাজ করেছেন ও জন পরিচিত ব্যক্তি ।
মমতাজ চৌধুরী বলেন: আমি আশা করি নির্বাচন কমিশন যেভাবে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেছে, সেটা বজায় থাকলে আমি নিশ্চিত বিজয় হয়ে আসবো ইনশাল্লাহ, কারন আমি প্রতিটা জায়গা প্রতিটা বাড়ি বাড়িতে যাচ্ছি এবং আমাকে এলাকার ভোটারেরা দীর্ঘ দিন যাবৎ চিনে, সেই জায়গা থেকে তারা আমাকে এবারের নির্বাচনে বিজয়ী করে আনবে বলে দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেন তাদের এই অভিমত এবং এর ব্যত্যয় ঘটবে না বলে জানান এলাকার নতুন পুরাতন ভোটারেরা।
Leave a Reply