NASA আরো জানিয়েছেন:::::::
২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। ২৫ মে ৩.১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে।
১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হবে। সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলে তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করবে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই নওতাপ চলবে ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত, সকলেই সাবধানে থাকবেন।
Collect : Facebook
Leave a Reply