সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

আটপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ পঠিত

নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটির নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামীলীগের নির্বাচন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মো. খায়রুল ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চলনা করেন কমিটির যুগ্ম আহবায়ক ফেরদৌস রানা আনজু৷

এসময় উপস্থিত ছিলেন :উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতানউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের মিলু, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ,সহ-সভাপতি খাজা মনিরুজ্জামান পুতুল,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খান বাচ্চু,সহ-সভাপতি চেয়ারম্যান শাহজাহান,সাইদুল হক তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খান হীরা, নির্বাচন পরিচালনাপ্রচার কমিটির আহবায়ক হাজী মোজাম্মেল হক,যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান খান টিটু,হায়দার জাহান সাগর, সদস্য আসাদুজ্জামান খান সোহাগ, আরমান কবীর লিলয়, রফিকুল ইসলাম শাহিন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহ নির্বাচন পরিচালনা কমিটির আরো অনেকেই।

এ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, ইউনিয়ন নির্বাচন কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক, সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটিবি লুপ্ত করা হয়৷সভায় সিদ্ধান্ত হয় আগামী শনিবার দিনব্যাপী আটপাড়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সাবেক এমপি অসীম কুমার উকিল নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।

সভায় আটপাড়া উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের উপস্থিতিতেদ লীয় কার্যালয় নেতা-কর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়৷

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News