গত ইং ১৯/১২/২০২৩ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকা হইতে সকাল ০৭.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা কে বা কাহারা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম মতিউর রহমান মতি মেম্বার (৬২) পিতা- মৃত ফজর আলী, সাং- মূলগাঁও, ইউপি- পোগলা, থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণাকে হত্যা করতঃ লাশ গুম করার উদ্দেশ্যে কলমাকান্দা থানাধীন পোগলা ইউনিয়নের অন্তর্গত রামনাথপুর সাকিনস্থ জনৈক লালচান, পিতা- রহিম উদ্দিন এর ফসলী কাঁদা জমিতে ফেলে রাখে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ সংগীয় অফিসার ফোর্স সহ দ্রুত সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে কলমাকান্দা থানার এসআই (নিঃ)/মোঃ জুনেব খাঁন মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তত করতঃ লাশ ময়না তদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোণা মর্গে প্রেরণ করেন। উল্লেখ্য যে, মৃতের ০৪টি সংসার রয়েছে। এই সংক্রান্তে নিহতের ১ম স্ত্রী আয়েশা খাতুন (৫৬) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় লিখিতভাবে এজাহার দায়ের করিলে কলমাকান্দা থানার মামলা নং- ১১, তারিখ- ২০/১২/২০২৩ খ্রি. ধারা – ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
নেত্রকোনা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ মহোদয়ের দিক-নির্দেশনায় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ লুৎফুল হক এর তত্ত্বাবধানে ও নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/মোঃ জুনেব খাঁন মামলার রহস্য উদঘাটনের নিমিত্তে তথ্য প্রযুক্তির সহায়তায় ও ঘটনার পারিপার্শ্বিকতায় নিরলসভাবে কাজ করে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই অভিযান পরিচালনা করে তদন্তেপ্রাপ্ত আসামী ১। মোঃ সাজু খাঁন (৩৫) পিতা- মোঃ আব্দুল আজিজ খাঁন, ২। মোঃ আপেল (২১) পিতা- মোঃ আলী উসমান, উভয় সাং- মূল পোগলা, ইউপি- পোগলা, থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণাদ্বয়কে গ্রেফতার করিয়া ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে আসামী মোঃ সাজু খাঁন তাহার সহযোগী তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ আপেল সহ আরও অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি নিয়ে চোরাই গরু বিক্রয়ের টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরিয়া পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিম মতিউর রহমান ② মতি মেম্বার (৬২) এর মাথায় আঘাত করতঃ হত্যা করিয়া লাশ গুম করার উদ্দেশ্যে রামনাথপুর সাকিনস্থ জনৈক লালচান এর ফসলী কাঁদা জমিতে ফেলে রাখে মর্মে জানায়।
পরবর্তীতে আসামীদ্বয়কে অদ্য ইং ২১/১২/২০২৩ তারিখ বিজ্ঞ আদালত, নেত্রকোণায় প্রেরণ করিলে আসামীদ্বয় সেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক তাহাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জনাব রিমি সাহা, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, কলমাকান্দা, নেত্রকোণা আসামীদ্বয়ের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন।
Leave a Reply