নেত্রকোনা-২ সদর-বারহাট্রা আসনের সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করছেন।বৃহস্পতিবার দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় জেলা রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন ফরম দাখিল করেন।
জানা গেছে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আ.লীগের সম্মানিত সদস্য সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বৃহস্পতিবার সকালে জেলা শহরে শোডাউন করে রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন।
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ সদর আসনের সতন্ত্র প্রার্থী আরিফ খান জয়ের মনোনয়ন গ্রহন করেন। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন:সদর উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট জি.এম খান পাঠান বিমল,জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রায়হান আহমেদ প্রমুখ
Leave a Reply