নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের তবিয়ারগাতী পাড়ার বাদশা মিয়া হত্যায় থানায় মামলা হয়েছে।
সোমবার(৩০ অক্টোবর) রাতে বাদশা হত্যা মামলাটি সারোয়ারকে (২২) প্রধান আসামী করে আরো ৫জন মোট ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে দায়ের করেছেন বাদশা মিয়ার মা মোছা.আয়শা আক্তার।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বাদশা(২০) হত্যা মামলার প্রধান আসামি মোঃ সারোয়ার (২২) মিয়াকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
মামলার দায়িত্বে থাকা কেন্দুয়া থানার সাব ইন্সপেক্টর মোঃ আব্দুল জলিল জানান, মামলার ১২ ঘন্টার মধ্যে প্রধান আসামী সারোয়ার গ্রেফতার হয়েছে। এটি পুলিশের একটি সফল অভিযান। আশা করি বাকীদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে।
উল্লেখ্য: কেন্দুয়া উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আশরাফুল বাদশা (১৮) এক যুবকের খুনের ঘটনা ঘটেছে। নিহত বাদশা উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের তবিয়ারগাতী পাড়ার আবুল কাশের ছেলে। ঘটনাটি ঘটেছে; রবিবার(২৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের তবিয়ারগাতী পাড়ায়।
Leave a Reply