জেলার বারহাট্টা উপজেলার চড়পাড়া গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে নববধুর সংসার ভাঙ্গার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে বর্তমানে পলাতক ঔ যুবক।এই নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়: বারহাট্টা ফকিরের বাজার এলাকার চড়পাড়া গ্রামের সাইব আলীর ছেলে ফকিরের বাজার কবি নজরুল ইসলাম কিন্ডার গার্ডেনের শিক্ষক মাহাবুব পাশের বাড়ির এক কলেজ পড়ুয়া মেয়ে সাথে প্রেমের সম্পর্ক চলাকালীন সময়ে পরিবারের লোকজন হঠাৎ করে এই মেয়েকে অন্যত্র বিয়ে দিলে মাহাবুব মিয়া সেই মেয়ের সাথে যোগাযোগ করে তাকে বিয়ের প্রলোভন দিয়ে স্বামীর ঘর থেকে নিয়ে আসে।
এখন পরিবারের চাপে মেয়েকে রেখে বাড়ি ছেড়ে পালিয়েছে।এই নিয়ে রায়পুর ইউনিয়ন পরিষদ ও চড়পাড়া গ্রামে একের পর এক শালিশ হচ্ছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে শিক্ষক মাহাবুব ওই মেয়ের সাথে দুজনের অন্তরঙ্গ ছবি মোবাইল ফোনে রয়েছে।
দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছে। সংসার ভাঙার পর মাহাবুবকে মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ দিতে থাকেন কিন্তু এখন সে বিয়ে না করার জন্য টালবাহানা শুরু করছে। এই নিয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু বলেন ওই মেয়েটার বিয়ের পর মাহাবুব তাকে ফুসলিয়ে আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘটনা ঘটিয়েছে এখন পথ একটাই এই ছেলের মেয়েকে বিয়ে করতে হবে।
এ ব্যাপারে মাহাবুবের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এই নিয়ে বারহ্ট্টাা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন চেয়ারম্যান সাহেবকে বলেছি মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষকে আমার এখানে নিয়ে আসার জন্য বিষয়টি সমাধান করা যায় কিনা।
Leave a Reply