আজ শুক্রবার বাদ জুমা নেত্রকোনা বারহাট্টা রোডস্থ হেফাজত চত্বর থেকে ফিলিস্তিনের মজলুম মুসলমান স্বাধীনতাকামীদের পক্ষে সংহতি এবং ইজরাইলী আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মাওলানা গাজী আবদুর রহীম রুহী এবং মাওলানা মোতালিব ফয়েজীর পরিচালনায় মিছিলে নেতৃত্ব দেন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আবুল কাসেম, মুফতি আফজাল হোসেন রাহমানী, মাওলানা আব্দুল বাতেন, মুফতি নুরুল ইসলাম হাকিমি, মাওলানা নুরুল্লাহ ভুইয়া, মাওলানা ইউনুুস, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা মাজহারুল ইসলাম, মাও: আসাদুর রহমান আকন্দ, মুফতি যাকারিয়া সুতারপুরী, মাওলানা আহমাদ বীন আব্দুল খালেক, মাওঃ খুবাইব কাসেমী, মাওঃ মুফিজুর রহমান, এডভোকেট মুরশেদ বেগ, মাওঃ নরুল আমিন মন্জুরী, মাওঃ আবু সায়েম খান, মাওলানা সারওয়ার, মাওলানা এমদাদুক হক।
মাওলানা হযরত আলী, আবুল বাশার হাদী, মাওলানা আমিনুল হক সিদ্দীকি,প্রফসর জসিম উদ্দিন, ডাক্তার ওমর ফারুক, মাওলানা সাইফুল ইসলাম সাদী, মাওলানা সারওয়ার, মাওলানা আব্দুল মোতালিব খান, মাওলানা আতাউর রহমান ফারুকী, মাওলানা রিয়াদুজ্জান তরিক, মাওলনা হামিম হাসান জীহাদী, মাওলানা সালেহ্ সুতারপুরী।
মাওলানা আব্দুর সাত্তার সৈয়দপুরী,হাফেজ জামালুদ্দিন, হাফেজ কামাল,শালজান, মাওলানা আবুল ফাতাহ মো: মহিউদ্দিন, মুফতি আব্দুল্লাহ্, সাইদুর রহমান আকন্দ, নেত্রকোনা সরকারি কলেজ প্রতিনিধি আনোয়ার হোসেন, আবু আব্বাস কলেজ প্রতিনিধি ইমরান আহমাদ, আঞ্জুমান স্কুল প্রতিনিধি সাইফুর রহমান,আলিয়া মাদ্রাসা প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ।
মিছিলটি হেফাজত চত্বর থেকে শুরু হয়ে নেত্রকোনার কেন্দ্রীয় বড় মসজিদের সামনে এসে দোয়ার মাধ্যমে এসে শেষ হয়। এসময় ইজরায়েলের পতাকায় অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধ মুসুল্লিরা।
গণ মিছিলে মাদরাসা,স্কুল কলেজ, ভার্সিটি শিক্ষার্থীসহ সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। গণমিছিল ও সমাবেশ সফল করতে শহরে মাইকিংসহ গত এক সপ্তাহ যাবত বিভিন্ন থানায় থানায় প্রচারণা করেন আয়োজকবৃন্দ।
Leave a Reply