শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

কেন্দুয়ায় আওয়ামীলীগ কর্মীদের নিয়ে এমপির রাজনৈতিক আড্ডা

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামীলীগ কর্মীদের নিয়ে এমপির রাজনৈতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।রাজনৈতিক আড্ডায় তৃনমুল কর্মীদেরকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে নৌকা মার্কার কর্মীদে চাঙ্গা করতে গিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১নং ওয়ার্ডে মাইজহাটি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সনজু মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অসীম কুমার উকিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঞা।

তৃনমুল কর্মীদের উদ্দেশ্যে এমপি অসীম কুমার উকিল আরো বলেন, শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিরোধ না করে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে।শেখ হাসিনা কষ্ট পান এবং দলের সুনাম নষ্ট হয় এমন সব বিতর্কিত কর্মকাণ্ড থেকে দলের নেতাকর্মীদের সবসময় বিরত থাকতে হবে।

আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যাতে সুস্থ থেকে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন পাশাপাশি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক ভোট দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে বলে তিনি উপস্থিত কাছে এটাই প্রত্যাশা করেন।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আকন্দ কল্যাণ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম জুয়েল, গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ তৃনমুলের সাধারণ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News