বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

আজকের যুবসমাজ আগামী দিনের ভবিষ্যৎ:নেত্রকোনায় নাগরিক সংবর্ধনায়- নবনিযুক্ত প্রধান বিচারপতি

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ পঠিত

নেত্রকোনায় নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনকে নেত্রকোনা পৌরসভা কর্তৃক নাগরিক সংবর্ধনা দেয়া হয়। আজ রবিবার বিকাল ৩ টার দিকে সাতপাইস্থ স্টেডিয়াম মাঠে এই নাগরিক সংবর্ধনানার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে,প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বলেছেন: আজকের যুবসমাজ আগামী দিনের ভবিষ্যৎ। যুবসমাজকে আন্তরিকতা সহিত লেখাপড়া করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও মানবিক গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হতে হবে। আজকের এই নাগরিক সংবর্ধনা থেকে উদ্বুদ্ধ হয়ে তোমাদের মধ্য থেকে একজনও যদি প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতি হতে পারো,তবেই আজকের এ নাগরিক সংবর্ধনা সার্থক হবে।

তিনি আরো বলেন: বিচারপতিরা ইচ্ছে করলেই আইনের ব্যত্যয় ঘটিয়ে যা খুশি তা করতে পারে না। তাদেরকে আইন ও সংবিধানের ভেতর থেকেই বিচারকার্য পরিচালনা করতে হয়। বিচার প্রার্থীরা যাতে মামলার জট ও হয়রানির শিকার না হয়,তার জন্য বিচারকদের আরও সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করতে।

নেত্রকোনার কৃতি সন্তান দেশের ২৪ তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটনের সঞ্চালনায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু,বাংলাদেশ সুপ্রীম কোর্টের (হাইকোর্ট) বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের,বিচারপতি মোস্তফা জামান ইসলাম,নেত্রকোণা -৩ কেন্দুয়া – আটপাড়া আসনের সংসদ সদস্য অসিম কুমার উকিল।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা ও দায়রা জজ শাহজাহান কবীর, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম,সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী জনাব আরিফ খান জয়,সংরক্ষিত মহিলা আসনের এমপি জনাব হাবিবুর রহমান খান শেফালী প্রমূখ।

এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এডভোকেট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News