নেত্রকোনার কেন্দুয়ায় বিনিয়োগে অগ্রাধিকার,কন্যাশিশুর অধিকার,এপ্রতিপাদ্যের আলোকে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কন্যা শিশু দিবসের র্যালী পৌর শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে।র্যালী শেষে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রাজিব হোসেন ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা।
অতিথিবৃন্দরা বলেন: আজকের কন্যা শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা ইভটিজিং, বাল্য বিবাহের কুফল, অপমৃত্যুরোধ ও যৌন হয়রানিসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিশু শিক্ষার্থীগণ,বীর মুক্তযোদ্ধাগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ,ক সুশীল সমাজের প্রতিনিধি গণ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
Leave a Reply