বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ পঠিত

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৯৪৭ সালের এ দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।

শেখ হাসিনার ৭৭তম দিবস উপলক্ষ্যে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় সভপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম ফারুক।

সভায় প্রধান অতিথি ছিলেন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.হারুন-অর-রশিদ,সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী,বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.সুব্রত কুমার আদিত্য,প্রকল্প পরিচালক মোঃ জাকির হোসেন চৌধুরী,জেলা প্রশাসক শাহেদ পারভেজ,পুলিশ সুপার মোঃ মোঃ ফয়েজ আহমেদ প্রমূখ।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক হাফসা আক্তারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শুভ্র চন্দন মহলী। শেখ হাসিনা বিশ্বিবদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News