অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেলেন দুর্গাপুরের বর্তমান ইউএনও মো: রাজীব উল আহসান। তার নতুন কর্মস্থল শেরপুর।জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
পদায়ন পাওয়ায় মো: রাজীব উল আহসানকে অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুরের নানা শ্রেণিপেশার মানুষ। মো: রাজীব উল আহসান বিসিএস ৩৩ ব্যাচের কর্মকর্তা। তিনি ২৫ ফেব্রুয়ারী ২০২১ এ দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২২ সালে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন। এছাড়া তিনি : কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, সততার নিদর্শন,সেবাগ্রহীতাদের সঙ্গে আচরণ, সময় ও নেতৃত্বদানের ক্ষমতা ও সৃজনশীল কর্মকান্ড বাস্তবায়নসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি একই বছর শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।
মো: রাজীব উল আহসানের লেখক হিসেবেও খ্যাতি রয়েছে। তার দুহিতার বেসাতি,একটি নীল লিটমাসের গল্প,একদা হিমু হতে চেয়েছিলাম,প্রযত্নে অপরাজিতা,শিশুনিবাসের কান্ডকারখানা বইগুলো পাঠকের কাছে বেশ সমাদৃত।
Leave a Reply