নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের অভিযানে ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে : পুলিশের অভিযানে দুর্গাপুর উপজেলার শিমুলতলী সাকিনস্থ দয়ালবাড়ী নামকস্থানে জনৈক সুরমী আক্তার সুমীর বাউন্ডারী করা জমি সংলগ্ন রতন দেবনাথ এর চায়ের দোকানের সামনে ফাঁকা জায়গা হইতে একটি ট্রাক ভর্তি ৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
যার ওজন ৪৪৫৫ কেজি, মোট মূল্য ৪,৯০,০৫০/- চার লক্ষ নব্বই হাজার পঞ্চাশ টাকা উক্ত ঘটনায় পলাতক ট্রাক ড্রাইভার সহ অজ্ঞাতনামা চোরাকারী/চোরাকারবারীদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা বিশেষ ক্ষমতা আইনের রুজু করা হয়েছে।
Leave a Reply