নেত্রকোনা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক বছর পর নতুন সেবার তালিকা যুক্ত হয়েছে।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জানা যায়, আগত রোগীদেরকে বহি বিভাগ, অন্ত বিভাগ ও জরুরি বিভাগ। এই ৩বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।বহিঃবিভাগ শুধুমাত্র ছুটির দিন ব্যতীত,প্রতিদিন সকাল হতে দুপুর পযর্ন্ত খোলা থাকে।
এই বিভাগে আগত রোগীদের কোন প্রকার ডাক্তারের ফি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। জরুরি বিভাগ সর্বদাই খোলা রাখা হয়।তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সব সময়ই মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের প্রয়োজনে সার্বক্ষনিক চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করে থাকেন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন সেবা গুলো হল,স্থায়ীভাবে ঠিকাদান কেন্দ্র প্রতিষ্ঠাকরণ,যা বিগত ২৭বছর পর চালু করা হয়েছে। ইসিজি মেশিন ৯বছর পর চালুকরণ করা হয়েছে। ইনালাইজার মেশিন ২০ বছর পর চালু করা হয়েছে। ৬বছর পর এলিটি কর্ণার চালু করা হয়।রোগীর বেডের পাশে ১০ টি অক্সিজেন কমেন্টের চালু করা হয়েছে,।
গত আগষ্ট মাসে সরকারি ভাবে রক্ত পরীক্ষা বাবদ ৬৮হাজার টাকা রাজস্ব খাতে জমা করা হয়েছে। যা বিগত দিনে সব রেকর্ড অতিক্রম করেছে। ২০২৩ সালের জুলাই মাসে ৭১ জন গর্ভবর্তী স্বাভাবিক ভাবে ডেলিভারি করা হয়েছে। তারই ধারা বাহিকতায় গত আগষ্ট মাসে স্বাভাবিক ডেলিভারি হয় ৮০ জন,যা নেত্রকোণা জেলার মধ্যে মদন উপজেলা ১ম স্থান অর্জণ করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হুদা খান বলেন: স্থায়ীভাবে ঠিকাদান কেন্দ্র চালুকরণ,এলিটি কর্ণার চালুকরণ,ইসিজি মেশিন চালুকরণ, ইনালাইজার মেশিন চালুকরণ, বিভিন্ন রোগের পরীক্ষা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ভাবে করা হয়। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার পর থেকেই সাধারণ রোগীরা যাতে সেবাগুলো পায় তাঁর জন্য চেষ্টা করে যাচ্ছি।
Leave a Reply