ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্বাচিত হয়েছেন ট্রাফিক-মিরপুর বিভাগের মিরপুর-ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হালিমুল হারুন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর ২৩) ডিএমপি হেডকোয়ার্টার্সে ২০২৩ সালের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শ্রেষ্ঠ এসি হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর বিভাগ-এর পক্ষ থেকে হালিমুল হারুন কে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য যে : মিরপুর-ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো.হালিমুল হারুন সম্প্রতি ডিএমপির ২০২৩ সালের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে তার নাম ঘোষণা করা হয়। সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মস্থলে যোগদান করে তিনি ১০০% ট্রাফিকিং ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষদেরকে সেবা দিয়ে আসছে।
Leave a Reply