নেত্রকোণা মদন উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস২০২৩ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার পরির্দশনে মাননীয় সাংসদ সাজ্জাদুল হাসান।সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন :নেত্রকোণা- ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া অনুষ্ঠানটি ও সঞ্চালনায় ছিলেন মদন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামিম মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।
উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নূরুল হুদা উপজেলা সহকারী ভূমি মোঃ শাহানুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন সহ সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সকল ইউপি সচিব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ ও গণমাধ্যম কর্মীগন। আলোচনা শেষে উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন দপ্তরে ১৫ টি স্টল প্রদশর্ন করা হয়।
Leave a Reply