নেত্রকোনা সদর উপজেলা ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের প্রতাপুর এলকায় ধানের চারার সাথে এ কেমন শত্রুতা! রাতের আঁধারে রোপণ কৃত ৪৬ শতাংশ জমির ধানের চারর উপর মই দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে একই এলাকার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শাজাহানের বিরুদ্ধে।
ভুক্তভোগী কৃষক নন্দন মিয়া বলেন : আমার ৪৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরেই আমার চাচা শাজাহান মাস্টারের সাথে বিরুধ চলে আসছে। এই জমি নিয়ে মামলা মক্রদমা হয়েছে কোর্ট ২১-৯-২১ -১৮-৪-২২ এই দুই বার আমার পক্ষে রায় দিয়েছে তা সত্ত্বেও আমার চাচা প্রতিবছরেই জমি লাগানোর সময় হলে বা কাটার সময় হলেই তাঁর একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বাধা বিঘ্ন ঘটায় এই নিয়ে অনেক সালিশও হয়েছে এলাকায় সালিশেও সিদ্ধান্ত হয়েছে জমির মালিক আমি গত (১৫ সেপ্টেম্বর ) শুক্রবার জমি চাষাবাদ করে ( ১৬ সেপ্টেম্বর ) শনিবার সকালে ধানের চারা রোপন করি কিন্তু তখনও আমার চাচা কিছু বলে নাই।
গেলো (১৭ সেপ্টেম্বর ) রোববার দিনগত রাতে আঁধারে আমার রোপন কৃত ধানের চারার উপর মই দিয় এবং রোপন কৃত ধানের চারা গুলো উঠিয়ে পায়ের নিচে পৃষ্ঠ করে নষ্ট করে দিয়েছে। এমন কি আমার পরিবারের সদস্যদের উপর বিভিন্ন ভাবে মেরে ফেলার হুমকি দমকি দিচ্ছে আমরা যদি জমিতে যাই।
তিনি আরও বলেন :এমন অবস্থায় আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপার কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের জীবনের নিরাপত্তা চাই।সেই সাথে দেশ বাসির কাছে সাহায্য ও বিচারের জোর দাবী জানাচ্ছি।
Leave a Reply