বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

নেত্রকোনায় মেডিকেল কলেজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ পঠিত

নেত্রকোনায় জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষীকির শুভ সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার ১৭ সেপ্টেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে:শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নেত্রকোণা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।নেত্রকোণা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শ্যামল কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন: জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের তত্ত্ববধায়ক এ এস এম মাহাবুবুর রহমান,নেত্রকোণা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ পলাশ মজুমদার বাপ্পি জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষীকি সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News