নেত্রকোনার কেন্দুয়ায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় গ্রীষ্মকালীন ক্রীড়াপ্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপণীতে ফুটবল ফাইনাল খেলা সান্দিকোনা স্কুল এন্ড কলেজের খেলার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
সমাপণীতে ফুটবলের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে সায়মা শাহজাহান একাডেমি বনাম আশুজিয়া জি এন সি একাডেমি ।ফাইনাল খেলায় ১-০ গোলে আশুজিয়া জি এন সি একাডেমিকে পরাজিত করে সায়মা শাহজাহান একাডেমি উপজেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কেন্দুয়া ক্রীড়া সংস্থা সাবেক সাধারণ সম্পাদক মো.আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো.আলী হোসেন পিপিএম প্রমূখ।
এছাড়াও ফাইনাল খেলা শেষে কেন্দুয়ায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগারি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল আলম, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম সান্দিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদ, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক, মো.শহিদুল ইসলাম, আশুজিয়া জি এন সি একাডেমির প্রধান শিক্ষক, মো. এজাহারুল ইসলাম,
সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুখলেছুর রহমান বাঙ্গালী,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান, মো.তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া,মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, কেন্দুয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন।
Leave a Reply