বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

ধর্মপাশা সেলবরষে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ২ তালা ভবণ শুভ উদ্ভোধন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সেলবরষ সরকারী প্রাথমিক বিদ্যালয় নব নির্মিত ২ তালা ভবণ শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন: উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এমএইচ তালহা চৌধুরী। প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন এর সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বক্তব্য রাখেন ধর্মপাশা সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, আওয়ামীলীগের ইউপি সহ সভাপতি মাহবুবুল আলম বাচ্চু মাস্টার, পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক চৌধুরী, প্রাধান শিক্ষক মাধবী রানী, সহকারী শিক্ষক খন্দকার মোকারম হোসেন সহ বিভিন্ন পেশাজীবি। জানাযায়, সেলবরষ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি, স্থাপিত ১৯৬২ খ্রিঃ। বাস্তবায়নে – প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নির্মাণে- স্থানীয় সরকার প্রকৌশলী।

২তালা ভবণ নির্মাণে প্রায় ৯৪ লক্ষ টাকা ব্যয়ে ভবণ নির্মাণ করা হয়। শুভ উদ্ভোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এমপি রতন বলেন, সরকার শিক্ষা প্রতিষ্টানের প্রতি আন্তরিক, তাই প্রতিটি বিদ্যালয়ে ভবণ নির্মাণ সহ শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি করেছেন।

পাশাপাশি শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আসুন স্মার্ট বাংলাদেশে নির্মাণে বিশ্বনেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করে গড়ে তুলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News