নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের গরুর হাট নামক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিকাণ্ডে ৪ দোকান ২ বসতবাড়ির আংশিক পুড়ে গেছে। শনিবার বেলা এগারোটার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে : শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার শ্যামগঞ্জ বাজারের গরুর হাটের একটি ইলেকট্রনিক্স এর দোকানে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে,আগুন মুহূর্তেই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে,খবর পেয়ে পূ্র্বধলা ফায়ার সার্ভিস ও গৌরীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এর আগে পাশাপাশি থাকা ৪টি দোকানের মালামাল ও ২টি বসতবাড়ির আংশিক পুড়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন: শ্যামগঞ্জ বাজারে আগুনে পুড়ে ১টি কলার আড়ৎ, ১টি কাপড়ের দোকান,১টি ইলেকট্রনিক্স এর দোকান,১টি মুদির দোকানের মালামালসহ ৪টি বসতবাড়ির আংশিক আগুনে পুড়ে প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স,গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম,স্থানীয় গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে বলে আশ্বস্ত করেন।
Leave a Reply