“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্মারকতার প্রসার”এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
স্বাক্ষরতা দিবসের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি কেন্দুয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
সাক্ষরতা দিবসে কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো.আশরাফ উদ্দিন ভূঞা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, চিরাং ইউনিয়নের চেয়ারম্যান এনামুল কবির খান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ সাংবাদিকবৃন্দসহ সুদীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply