বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  আটপাড়ায় সেনাবাহিনীর অভিযানে সরকারি চাল জব্দ আটক- ২  দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে গরু লুটের ঘটনায় আরও ৫ ডাকাত গ্রেপ্তার।  নেত্রকোনা ৪নং সিংহের বাংলা ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ শুরু  কেন্দুয়ায় খালের পাড় থেকে ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার  আটপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১ আহত ৪ নেত্রকোনায় সচেতন যুব ও ছাত্র সমাজের উদ্যোগে মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন  নেত্রকোনায় মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন  নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে কথিত মানবসেবক ও কবিরাজ গ্রেফতার উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সরকার- এমপি রতন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ পঠিত

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছর উন্নয়ন ও অগ্রযাত্রার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশাল জন সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুর ২ টায় মধ্যরগর উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে বিশাল জন সভা অনুষ্টিত হয়।

জন সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এহছান আলী তালুকদার: উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ ও আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী এর যৌ সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম,

ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন: ২০০৯ থেকে টানা ১৪ বছর ৮ মাস পেরিয়ে ক্ষমতায় আওয়ামীলীগ। ২০০৮ সালের নির্বাচনে ‘দিন বদলের সনদ’ শিরোনামে নির্বাচনী ইশতেহারে স্বপ্ন ছিল রুপকল্প ২০২১ বাস্তবায়নের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের গঠন।

এরপর ২০১৪ সালের সরকার গঠন করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, শ্লোগানে ইশতেহার দিয়ে গ্রহণ করে ১০ মেঘা উন্নয়ন প্রকল্প, ২০১৮ সালে সমৃদ্ধির অগ্রযাত্রা বাংলাদেশ, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং ২০২১ সালে নিরাপদ বদ্বীপ প্রনয়ণে রুপরেখা প্রদান করে। ডিজিটাল থেকে স্মাট বাংলাদেশ গড়ার পথে সরকার।

এছাড়াও রাস্তাঘাট, ফ্লাই অভার, ব্রীজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয় প্রকল্প, বিভিন্ন ভাতা সহ বিভিন্ন উন্নয়ন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনা। আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,জয় হোক,বাংলাদেশ আওয়ামীলীগের।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News