নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন “দৃষ্টিকোণ” এঁর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (৬সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নে রামপুর বাজারে এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ইডিএ) উদ্যোগে শিক্ষা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’ এঁর সম্পাদনা পরিষদের আহবায়ক হাসিনা কুমকুমের সম্পাদনায় ইডিএ’র কার্যালয়ে ম্যাগাজিন “দৃষ্টিকোণ”এর মোড়ক উন্মোচন করা হয়।
শিক্ষার মানোন্নয়নে সহায়ক বেসরকারি প্রতিষ্ঠান এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ইডিএ) এর সহ-সভাপতি আব্দুল আউয়াল বকুলের সভাপতিত্ব প্রকাশিত শিক্ষা বিষয়ক ম্যাগাজিন “দৃষ্টিকোণ” মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইডিএ’র চেয়ারম্যান শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হায়দার আহমদ খান এফসিএ।
শিক্ষা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’ এঁর সম্পাদনা পরিষদের আহবায়ক হাসিনা কুমকুম তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন: ম্যাগাজিন ‘দৃষ্টিকোণ’ মূলত এটি একটি শিক্ষা বিষয়ক ম্যাগাজিন,যার প্রধান পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা হায়দার আহমদ খান এফসিএ। এই ম্যাগাজিন বিশেষ করে শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইডিএর সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুন নবী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন: ইডিএ’র সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সারোয়ার রহমান,নির্বাহী সদস্য আব্দুর রশিদ, মোনায়েম খান,খলিলুর রহমান, মো.রতন মিয়া, মো.নজরুল ইসলাম, দিনাজ উদ্দিন ফকির, মাজাহারুল ইসলাম, মাহবুব আলম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো.লাইমুন হোসেন ভূঁইয়া প্রমূখ।
এসময় এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ইডিএ) এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সাংস্কৃতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply