আজ বুধবার শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি সনাতন ধর্মানুসারে, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।
শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাঁর এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকেন। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। তাই সারা দেশে বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারকাব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকাব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করা হয়।
নেত্রকোনার কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে অবতার শ্রীকৃষ্ণের শুভজন্ম তিথি উপলক্ষ্যে বুধবার ৬সেপ্টেম্বর কেন্দুয়া পৌর সদরে হরিসভা দূর্গা মন্দিরে আলোচনা সভার পর বর্ণাঢ্য শুভযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
কেন্দুয়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দুয়া থানা পুলিশ অফিসার (ওসি) মো.আলী হোসেন পিপিএম ,উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মোজাফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা প্রমুখ।
আলোচনা শেষে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা।এসময় উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply