নেত্রকোনার আটপাড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব আনন্দঘন ও ব্যাপক উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আটপাড়া আয়োজনে বুধবার সকাল ১১ টায় হাজার হাজার নর-নারী মিলনের মধ্যে দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷ মঙ্গল শোভাযাত্রায় প্রায় কয়েক হাজার মানুষের ঢল নামে। ফলে উৎসবের আমেজে পরিনত হয় গোটা আটপাড়া উপজেলা সদর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটপাড়া উপজেলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.খায়রুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাকিল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা,
আটপাড়া থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জন্মষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক অমল দত্ত,হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নিরঞ্জন পাল সৈকত, তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র দাস,মকুল চৌধুরী,কংকন চৌধুরী,বলাই,সমন দেবনাথ সহ সকল শ্রেণীর নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply