নেত্রকোনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে,শুক্রবার বিকাল ৪টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে ” ইংলিশ কার্নিভাল ও মহুয়া পরিবার” নামে স্বেচ্ছাসেবী সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে।
সংগঠন দু’টি জেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৫০ জন শিক্ষার্থীকে একত্রিত করে তাদের সংবর্ধীত করেছে।ইংলিশ কার্নিভাল এর প্রতিষ্ঠাতা মো:সাব্বির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ননী গোপাল সরকার।
অন্যানদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন:বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরী,বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,টিটিসির প্রশিক্ষক এজলু মিয়া,প্রধান শিক্ষক মো:আফজাল খান,বিধান চন্দ্র তালুকদারসহ অন্যরা।
অনুষ্ঠানে শেষে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী এই সংগঠন দু’টি প্রতিষ্ঠার পর থেকে র্দীঘদিন যাবত জেলার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে।
Leave a Reply