বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩০ পঠিত

নেত্রকোণার পূর্বধলায় পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইদ্রিছ আলী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎভাই আক্কাছ আলীর বিরুদ্ধে।রবিবার সন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইদ্রিছ আলী উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

নিহতের মেয়ে মাহমুদা আক্তার পান্না বলেন : দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে সৎ চাচা আক্কাছ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল,তার বাবা সুনীল মার্কেটে টেইলার্সের কাজ করতেন প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে মসজিদে মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি।

ঘটনাস্থলে আগে থেকেই ওতপেতে থাকা আক্কাছ আলী,আক্কাছ আলীর ছেলে মিজানুর রহমান রিফাত,আক্কাছ আলীর স্ত্রী মনোয়ারা বেগম,মেয়ে পপি আক্তারসহ অজ্ঞাত দুই-তিনজন একসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে ইদ্রিছ আলীকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় ইদ্রিছ আলীর দুই পা ও একটি হাত শরীর থেকে আলাদা হয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসরিন সুলতানা তাকে মৃত ঘোষণা করেন,নিহতের মেয়ে মাহমুদা আক্তার পান্না আরও জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিকভাবে তিন আসামিকে শনাক্ত করেছি। মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে,মামলা প্রক্রিয়াধীন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News