বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন মানববন্ধন-মিছিল

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২৪ পঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ ও এই হামলায় জড়িত মদদকারীদের শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন-মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

২১ আগস্ট নেত্রকোনা পৌর শহরের ছোটবাজারস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়,প্রথম প্রহরে রাত ১২:১মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধন চলার সময় বক্তব্য রাখেন: জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুজ্জামান রনি,সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভসহ অন্যরা।পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন: ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত সরকারের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে গ্রেনেড হামলায চালানো হয়। বক্তারা অভিযোগ করেন,আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই ছিল তাদের লক্ষ্য। নিহত শহীদদের স্মরণ করে এই হামলার পেছনে থাকা নীলনকাশাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News