নেত্রকোনার কেন্দুয়ায় দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে,এতে ব্যাপক কয়ক্ষতি হয়েছে।
দলপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে : ইটাউতা গ্রামের বেতার শিল্পী প্রয়াত আব্দুল মজিদের ছেলে বেতার ও টিভি শিল্পী আবুল বাসারের ঘরের পাশের ঘরে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গোয়াল ঘরের ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে।
গ্রামের লোকজনের অনেক চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আনে।যোগাযোগ ব্যবস্হা ভাল না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে পারিনি।
আগুনে ৩ টি ঘর, আসবাবপত্রসহ মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া ২ টি গরু অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছে বলে ক্ষতিগ্রস্ত সামাদ, আবুলায়েছ তারা জানান। তারা আরো জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার কয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে শনিবার
(১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ঘটনাস্হলে গিয়ে পরিদর্শন করেন।
Leave a Reply