নেত্রকোনা বারহাট্টায় ৯ম শ্রেণির ছাত্র ৮ম শ্রেণির এক ছাত্র কে অন্যায় ভাবে মারধর করে। স্কুলের শিক্ষক গণ ৯ম শ্রেণির ছাত্রকে জিজ্ঞাসাবাদ করলে তাদেরকেও অকথ্য ভাষায় গালাগালি করে ও হুমকি দেয়।
শিক্ষক গণের কাছে বিচার দেওয়ার কারনে এই দিন বিকালে স্কুল প্রাঙ্গণে হাফপ্যান্ট পড়ে স্প্রিং চাকু নিয়ে ৮ম শ্রেণির ছাত্র কে মারার জন্য অপেক্ষা করে ৯ম শ্রেণির ছাত্র তোফায়েল হোসেন তানিম( ১৬) ।
ঘটনাটি ১৬ আগষ্ট বুধবার উপজেলার হারুলিয়া উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। এই অবস্থায় রাতে স্কুলের সভাপতি রফিকুল আজাদ বকুল কে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার হায়দার মামুন থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এই রাতেই অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা অভিযোগ টি তদন্তের জন্য এসআই সুমন কে দায়িত্ব দেন ।
তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলেও অপরাধী কে খুঁজে পাওয়া যায় নি। কয়েকদিন আগে উপজেলার ছালিপুরা উচ্চ বিদ্যালয়ে মুক্তি রানী বর্মণ হত্যাকাণ্ড ঘটে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই কামনায় বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা ১৭ আগষ্ট বৃহস্পতিবার নিজে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবক দের উদ্দেশ্যে দীর্ঘক্ষণ সচেতনতা মূলক বক্তব্য রাখেন।
এই সময় তিনি মাদক, জুয়া, বাল্যবিবাহ মুক্ত সমাজ ঘটনে সবার সহযোগিতা কামনা করেন এবং যে কোন জরুরী প্রয়োজনে ৯৯৯ এ কল করার উৎসাহ প্রধান করেন। তিনি তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেয়ার কারনে এলাকায় যে আতংক ছড়িয়েছিল তা শীথিল হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে : উপজেলা হারুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র হারুলিয়া পূর্ব পাড়ার কামরুল ইসলামের ছেলে তোফায়েল হোসেন তানিম(১৬) ।সে ১৬ আগষ্ট বুধবার সকালে উক্ত স্কুলের ৮ম শ্রেণির ছাত্র সুসং ধোবাহালা গ্রামের আঃ রাজ্জাক এর ছেলে রিয়াদ মিয়া কে অন্যায় ভাবে মারধর করে। কিন্তু এটা নতুন বিষয় নয়। সেই এই গ্রামে বখাটে হিসেবে পরিচিত।
এই গ্রামে স্কুল কমিটি নিয়ে মাঝেমধ্যে সমস্যার খবর সংবাদ মাধ্যম থেকে পাওয়া যায়। সেই কারনে একটি পক্ষ স্কুলের বিরুদ্ধাচারণ করার জন্য কোমলমতি শিক্ষার্থীদের বিপদগামী করে রাখে বলে ধারনা করছে কিছু ছাত্র অভিভাবক। সে র্শিক্ষার্থীর একজন হয়তো তোফায়েল হোসেন তানিম।
তানিমের বাবা কামরুল ইসলাম কে ছেলে সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন ছেলে আমার নিয়ন্ত্রনের বাইরে, সে আমার কথা শুণে না। এই বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা বলেন ,তোফায়েল এর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।
Leave a Reply