নেত্রকোনার কেন্দুয়ায় ইয়াসিন(১৮) নামে এক যুবক ফাঁসিতে আত্নহত্যা করেছে ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ আগষ্ট) বুধবার দিবাগত রাতে।
ইয়াসিন (১৮) উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।চিথোলিয়া তার নানার বাড়ি এবং তার বাবা রফিকুল ইসলাম স্থায়ী বাসিন্দা হয়ে ঘর জামাই হিসাবে থাকতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে : নিহত ইয়াসিন তার বাবা মার একমাত্র সন্তান। বেকার ঘুরাফেরা করত।সে কোন কিছু কাজ করত না। কোন কিছু না করার কারণে তার বাবা তাকে বুধবার বকাঝকা করেছিল।
পরে সে রাতে বাবার সাথে অভিমান করে বাড়ির কাছে আম গাছের ডালে ফাঁসিতে ঝুলিয়ে থাকতে দেখেন। পরে এলাকার লোকজন তাকে গাছ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চিরাং ইউনিয়নের চেয়ারম্যান এনামুল কবির খান ফাঁসিতে ঝুলিয়ে ইয়াসিনের আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দুয়া থানার উপপুলিশ পরিদর্শক তানভির মেহেদি ফাঁসির ঘটনাটি নিশ্চিত করে বলেন: খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ইয়াসিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে কেন্দুয়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply