নেত্রকোনার কেন্দুয়ায় রোয়াইলবাড়ি ইউনিয়নের হরিপুর গ্রামের শাহজাহান মিয়ার শিশুপুত্র মনিরুল ইসলাম (২) পুকুরের পানিতে ডুবে মারা গেছে।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ১৭ আগষ্ট দুপুরে।
পরিবার সূত্রে জানা যায়: বৃহস্পতিবার দুপুরের শিশু মনিরুল খেলা করার জন্য আস্তে আস্তে ঘরের বাহিরেে যায়। শিশুপুত্র খেলা করতে করতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে আত্মীয়-স্বজন তাকে খোজাখুজির পর লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার সান্দিকোনা ইউপি সদস্য কাজল মিয়া বলেন, হরিপুর গ্রামের শাহজাহান মিয়ার শিশুপুত্র মনিরুল ইসলাম বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক।
কেন্দুয়া থানার উপপুলিশ পরিদর্শক আলিমুর রাজি পুকুরে ডুবে শিশু মনিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন: কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছ,এব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply