দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানবেতর জীবনযাপন করা নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রামের মনোয়ার হোসেন। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছিলেন না। এই অবস্থা তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে মানবতার ডাক ঐক্য পরিষদের সদস্যরা।
উপজেলার সিংধা ইউনিয়ন ভিত্তিক এই সংগঠনটি মঙ্গলবার মনোয়ার হোসেনের হাতে অর্থ সহায়তা তুলে দেন।মনোয়ার হোসেন বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর গ্রামের মৃত মউড়ালী মিয়ার ছেলে।
মনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। তার শরীরে ১২২ টি সেলাই লেগেছে। অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে পারছিলেন না। খবর পেয়ে মানবতার ডাক ঐক্য পরিষদের সদস্যরা তার হাতে চিকিৎসার জন্য অর্থ সহায়তা তুলে দেন।
জানা গেছে, মানবিক সংগঠন মানবতার ডাক ঐক্য পরিষদের সদস্যরা ইতিমধ্যে অসংখ্য অসহায় মানুষকে সহায়তা করেছেন। পারিবারিক বিরোধ সমাধান, মানবিক সহায়তা প্রদান, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।
মানবতার ডাক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা দুবাই প্রবাসী মোফাজ্জল হায়দার, কেন্দ্রীয় কমিটির সভাপতি পারভেদুজ্জান জামান আকন্দ অপু, সিনিয়র সহ সভাপতি জনি খান রাসেল ও সাধারণ সম্পাদক সাইমুন হাসান চৌধুরী তপুর দিক নির্দেশনায় ভুক্তভোগীর হাতে অনুদান তুলে দেওয়া হয়।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইমুন হাসান চৌধুরী তপু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি সুজন খান, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুয়েল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইমুন হাসান চৌধুরী তপু জানায়, সংগঠনের সকল মানবসেবী ভাইদের সহযোগিতায় আমরা কিছু টাকা ভুক্তভোগী হাতে তুলে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা অসহায়ের মানুষের পাশে আমরা থাকবো।
Leave a Reply