স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন কর্মসূচী পালন করে।
কর্মসূচীর অংশ হিসেবে: নেত্রকোনায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।দিবসের কর্মসূচীর অংশ হিসেবে সরাইল রিজিয়নের অধীনস্থ নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে : পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
দিবসটি উপলক্ষে সরাইল রিজিয়নের অধীনস্থ সকল ইউনিটের ন্যায় উপ-শাখা, সীপকস (সীমান্ত পরিবার কল্যাণ সমিতি) নেত্রকোনা ব্যাটালিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিভিন্ন কর্মকান্ডের উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাংকন প্রতিযোগিতা শেষে সৈয়দা রুবাইয়া রহমান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply