বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

১৫ আগস্ট উপলক্ষে বারহাট্টা পুলিশের পক্ষ থেকে ১০৫ শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ফেরদৌস আহমাদ বাবুল বারহাট্রা প্রতিনিধি:
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৮৩ পঠিত

নেত্রকোণার বারহাট্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পুলিশের পক্ষ হতে ১০৫জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

উপজেলার মনসুর আহমাদ কলেজে সোমবার (১৪আগস্ট) দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সেবার বিষয়সমূহের মধ্যে ছিল ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেসার ও ওজন নির্ণয়সহ বিভিন্ন শারিরিক সমস্যায় প্রাথমিক চিকিৎসা। মনসুর আহমাদ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ও উপজেলা স্বাস্থ্য প্রকল্পের সহযোগিতায় মেডিক্যাল অফিসার ডাঃ মুনতাহিনা জাহানের তত্বাবধানে কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, কলেজটির অধ্যক্ষ আতিক আহমাদ,ওসি খোকন কুমার সাহা, এসআই প্রশান্ত কুমার সাহা, সাংবাদিক ফেরদৌস আহমাদ বাবুল, নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্র ব্যবস্থাপক সরোজিৎ চন্দ্র ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ওসি খোকন কুমার সাহা বলেন: জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মদের নির্দেশে আজ সোমবার জেলার সকল থানায় স্বাস্থ্যসেবা কর্মসূচী পালিত হয়। তারই অংশ হিসেবে বারহাট্টায় কলেজ পর্যায়ে অধ্যয়নরত শতাধীক ছাত্রীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News