বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৬৭ পঠিত

আজ শনিবার দুপুর বারোটায় গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শহরের রথখোলায় প্রেসক্লাব ভবনে এই সভায় মোট ৬৭ জন সদস্যের মধ্যে ৪৮ জন অংশগ্রহণ করেন।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতার এর গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মাসুদুল হক এতে সভাপতিত্ব করেন।ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে সাধারণ সদস্যরা মতামত তুলে ধরেন।

ক্লাবের সুনাম ও মর্যাদা রক্ষায় সদস্যগণ সক্রিয় ভূমিকা রাখায় সভাপতি তাদেরকে ধন্যবাদ জানান।

সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন:অধ্যাপক আমজাদ হোসেন, সৈয়দ লিটন,এম এ সালাম শান্ত, হাবিবুর রহমান, আবদুর রহমান,আবুবকর সিদ্দিক আকন্দ সোহেল, মনজুরুল হক,রহিম সরকার,  রেজাউল করিম, জাহাঙ্গীর আলম,সাদেক আলী,আবি দিছেন বুলবুল,মকবুল হোসেন ও  আলিম আল রাজী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক,অধ্যাপক বিল্লাল হোসেন, মোসাদ্দেক হোসেন প্রমুখ ।

গঠনতন্ত্র মেনে সুন্দর ও শান্তিময় পরিবেশে সুষ্ঠ একটি নির্বাচনের মধ্যে দিয়ে গাজীপুর প্রেসক্লাব এর পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি অধ্যাপক মাসুদুল হক ।।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News